বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশিকে নির্যাতনের অভিযোগ
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে ওই ব্যবসায়ীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আহত গরু ব্যবসায়ী রফিকুল ইসলামকে (২৫) উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শার্শা উপজেলার গয়ড়া গ্রামের রমজান আলীর ছেলে।
পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার সামসুর রহমান এনটিভি অনলাইনকে জানান, রফিকুল ভোরে ইছামতি নদীর পাড় দিয়ে গরু নিয়ে দেশে ফেরার সময় ভারতের আংরাইল ক্যাম্পের বিএসএফের টহল সদস্যরা ধাওয়া করে তাঁকে ধরে ফেলে। পরে তাঁকে পিটিয়ে গুরুতর জখম করে মৃত ভেবে ইছামতি নদীর পাড়ে ফেলে রেখে যায়।
সকালে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা রফিকুলকে নদীর পাড় থেকে অচেতন অবস্থায় স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করেন।