নাটোরে সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে হামলায় যুবলীগকর্মী গ্রেপ্তার
সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের নাটোরের বাড়িতে হামলার ঘটনায় আট-নয়জনকে আসামি করে মামলা হয়েছে। আজ বুধবার দুপুরে সাবেক প্রতিমন্ত্রী নিজেই বাদী হয়ে নাটোর সদর থানার মামলাটি দায়ের করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, হামলার সঙ্গে জড়িত সন্দেহে যুবলীগকর্মী রেদোয়ান সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের কানাইখালী এলাকায় আহাদ আলী সরকারের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে তাঁর মেয়ে মৌসুমী পারভীন, বাড়ির তত্ত্বাবধায় বাবু শেখকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে আহাদ আলী সরকার জানান, যুবলীগকর্মী সাব্বিরের নেতৃত্বে আট-নয়জন দুর্বৃত্ত তাঁর বাসায় হামলা চালায়।
আহাদ আলী সরকার নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে রয়েছেন।