শৃঙ্খলা ভঙ্গকারীদের কঠিন পরিণতি : এরশাদ
দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
আজ সোমবার রাজধানীর ইমানুয়েল কনভেনশন সেন্টারে দলের যৌথ সভায় এ হুঁশিয়ারি দেন এরশাদ। তিনি বলেন, আগামীর রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকার জন্য তাঁর অবর্তমানে জিএম কাদের দলকে নেতৃত্ব দেবেন।
সারা দেশ থেকে আসা ইউনিয়ন-উপজেলা-পৌরসভা আর জেলা পর্যায়ের নেতারা অংশ নেন জাতীয় পার্টির এ যৌথ সভায়। অধিকাংশ প্রেসিডিয়াম সদস্য উপস্থিত থাকলেও ছিলেন না রওশন এরশাদপন্থীরা। একে শৃঙ্খলা ভঙ্গ অভিহিত করে পার্টির চেয়ারম্যান বলেছেন, ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হয়নি।
এরশাদ বলেন, ‘সামনে কঠিন মুহূর্ত আমাদের। পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সে জন্য আমাদের সবার আগে দরকার শৃঙ্খলা, দলের মধ্যে শৃঙ্খলা। যাঁরা দলের শৃঙ্খলা ভঙ্গ করছেন, পরিণতি কী হয় আপনার দেখবেন। জনগণ প্রত্যাখ্যান করবেন।’
নিজের অবর্তমানে জাতীয় পার্টির আগামীর নেতৃত্ব নিয়ে এ সময় কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, ‘অপার সম্ভাবনা আমাদের সামনে। মাঠে কেউ নেই। এ সম্ভাবনা কাজে লাগাতে পারলে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো কঠিন নয়। জীবনের শেষপ্রান্তে এসেছি, বেশিদিন থাকব না, এটাও জানি। দলের হাল তো কাউকে ধরতে হবে। আমি মনে করি, এই ব্যক্তিটি (জিএম কাদেরকে দেখিয়ে) আমার দলের হাল ধরতে পারবে। ও আর মহাসচিব মিলে যদি চেষ্টা করে, আবার জাতীয় পার্টি জেগে উঠবে।’
ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দিনব্যাপী চলা এই সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন দলের কো-চেয়ারম্যান ও মহাসচিব।