অপহরণের এক মাস পর স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার
লক্ষ্মীপুরে অপহরণের এক মাস পর দশম শ্রেণির স্কুলছাত্রী সোনিয়া আক্তারকে (ছদ্মনাম) মাগুরা জেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে মাগুরা জেলার শ্রীপুর থানার শ্রীখোলা গ্রাম থেকে অপহৃত ভিকটিমকে উদ্ধার এবং মামলার এক নম্বর আসামি মনির হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়। মনিরের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ধন্যপুর গ্রামে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি সকালে চন্দ্রগঞ্জ থানার ধন্যপুর গ্রামের নিজবাড়ি থেকে স্কুলছাত্রী সোনিয়া বিদ্যালয়ে যাচ্ছিল। পথে কামারহাট এলাকার তিন রাস্তর মোড়ে পৌঁছালে মনির হোসেনসহ কয়েকজন ওই স্কুলছাত্রীর গতিরোধ করে তাকে একটি সিএনজিচালত অটোরিকশায় তুলে নিয়ে যায়। ঘটনায় দুদিন পর স্কুলছাত্রীর মা বাদী হয়ে মনির হোসেনসহ তিনজনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুষ্পবরণ চাকমা জানান, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাগুরা জেলার শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে শ্রীখোলা গ্রাম থেকে ভিকটিমকে উদ্ধার এবং আসামি মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ মামলার আরেক আসামি জাকের হোসেনকেও গ্রেপ্তার করা হয়।
অপহৃত স্কুলছাত্রীর মা বলেন, ‘আমার অবুঝ মেয়েকে জোরপূর্বক স্কুলে যাওয়ার পথে তুলে নিয়ে গিয়ে এক মাস আটক করে রাখে। অপহরণকারীদের বিরুদ্ধে আমি মামলা করেছি। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, মামলার অপর আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।