চান্দিনায় মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
কুমিল্লার চান্দিনার কাঠেরপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে চান্দিনার কাঠের পুল এলাকায় মহাসড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার দাস জানান, যুবকের গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় লাশটি ফেলে রেখে যায়।
এসআই আরো জানান, লাশটির পাশে ফেলে রাখা একটি খেলনা পিস্তলও উদ্ধার করে পুলিশ।