বিএনপির প্রয়াত মহাসচিবের মৃত্যুবার্ষিকী পালিত
বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। এই উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়ায় মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা বিএনপির নেতা-কর্মীরা।
আজ বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে বের করা হয় শোক র্যালি। র্যালিতে প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আবদুল হামিদ ডাবলুসহ তাঁর পরিবারের লোকজন, জেলা বিএনপির সহসভাপতি আবদুল বাতেন, বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়। পরে খোন্দকার দেলোয়ারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতা-কর্মীরা। মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।