গাংনীতে বন্ধুর হাতে কৃষক খুন!
মেহেরপুরের গাংনী উপজেলার ধলাগ্রামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বন্ধুর বিরুদ্ধে। নিহত ব্যক্তির নাম হাসিবুল ইসলাম (২৩)।শনিবার রাত সাড়ে ৮টার দিকে গ্রামে একটি মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে গ্রামের আলাউদ্দীনের মুদি দোকানের সামনে ক্যারম খেলছিলেন হাসিবুল ইসলাম। এ সময় তাঁর বন্ধু মিনারুল ইসলাম কালু একটি ধারালো ছুরি দিয়ে তাঁর পিঠে উপুর্যপরি কুপিয়ে পালিয়ে যান। তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কালুর বাড়িতে তাঁর স্ত্রী আম্বিয়া খাতুনের শ্লীলতাহানির চেষ্টা করেন হাসিবুল। আম্বিয়া বিষয়টি তাঁর স্বামীকে জানান। এর জের ধরে হাসিবুলকে ছুরিকাঘাত করেন কালু। স্থানীয়রা আহত হাসিবুলকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়। তাঁর লাশ মেহেরপুর হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় রাধাগোবিন্দপুর ধলাগ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। কালুকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে।