টুঙ্গিপাড়ায় উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রার্থীরা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল করছেন। আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়া হয়।
উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় জানায়, আওয়ামী লীগ দলীয় প্রার্থীরা দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা এবং মেম্বার প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র দাখিল করছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করে উপজেলা পরিষদ চত্বরে কর্মী-সমর্থকরা ভিড় করেন। প্রথম ধাপে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচনী কর্মকর্তা মো. খোরশেদ আলম জানান, পাঁচটি ইউনিয়নে মোট ১৭ জন চেয়ারম্যান পদপ্রার্থী, সাধারণ সদস্য পদে ১৫৮ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।