সোনাইলতলা ইউনিয়নে একমাত্র প্রার্থী আ. লীগের নাজরিনা
মংলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছে প্রার্থীরা। আজ সোমবার শেষ দিনে তাঁরা মনোনয়নপত্র জমা দেন।
উপজেলার ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ছয়জন প্রার্থী দিলেও বিএনপি ছয় ইউনিয়নের মধ্যে পাঁচটিতে চেয়ারম্যান প্রার্থী দিয়েছে।
এর মধ্যে সোনাইলতলা ইউনিয়নে আওয়ামী লীগের নাজরিনা বেগম নাজিনা, মিঠাখালী ইউনিয়নে আওয়ামী লীগের ইস্রাফিল হাওলাদার ও বিএনপির সাখাওয়াত সুজন, চাঁদপাই ইউনিয়নে আওয়ামী লীগের মোল্লা তারিকুল ইসলাম, বিএনপির শেখ রুস্তম আলী, স্বতন্ত্র মো. শাহ আলম, ইসলামী আন্দোলনের মাওলানা মো. তৈয়বুর রহমান, বুড়িরডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের নিখিল চন্দ্র রায় ও স্বতন্ত্র সুবাস চন্দ্র রায়, চিলা ইউনিয়নে আওয়ামী লীগের আকবর গাজী, বিএনপির শাহাবুদ্দিন ফকির, স্বতন্ত্র শেখ শফিকুল ইসলাম রাসেল ও সামছুর রহমান, সুন্দরবন ইউনিয়নে আওয়ামী লীগের শেখ কবির উদ্দিন ও বিএনপির মৃধা নজরুল ইসলাম মনোনয়পত্র জমা দিয়েছেন।
সোনাইলতলা ইউনিয়নে নাজরিনা বেগম নাজিনার বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই।