মানিকগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক বাজারে গতকাল সোমবার দিবাগত রাতে আগুন লেগে বড়রা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় পুড়ে গেছে।
বড়রা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুমন রাজবংশী জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ কার্যালয়ে আগুন জ্বলে ওঠে। তা দেখে স্থানীয় লোকজন আগুন নেভান। ততক্ষণে কার্যালয়ের চেয়ার-টেবিল পুড়ে যায়। দুর্বৃত্তরা ওই কার্যালয়ে এ আগুন দিয়েছে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।
তবে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।