পরাজিত শক্তিকে পরাস্ত করতে হবে তরুণদের
মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে বাংলাদেশের তরুণ প্রজন্মকে ১৬ কোটি মানুষের ভালোবাসা নিয়ে ’৭১-এর পরাজিত শত্রুকে পরাস্ত করতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মন্ত্রী বলেন, এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। নতুন প্রজন্ম বয়সের কারণে মুক্তিযুদ্ধ করতে পারেনি। এখন নতুন প্রজন্মকে, তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে বাংলাদেশের ১৬ কোটি মানুষের ভালোবাসা নিয়ে ’৭১-এর পরাজিত শত্রুকে পরাস্ত করতে হবে।
গতকাল রোববার সন্ধ্যায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দিনব্যাপী স্বাধীনতা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের দেশ বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে উদ্বৃত্ত খাদ্য বিদেশে রপ্তানি করছে। স্বাস্থ্য, শিক্ষা ও দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ পৃথিবীর বুকে রোল মডেল হয়েছে। আর একটি জঙ্গিগোষ্ঠী দেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে, জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে হরতাল-অবরোধ দিয়ে ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছে। কিন্তু মানুষ হরতাল-অবরোধ মানছে না।
মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও স্বাধীনতা মেলা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইঞ্জিনিয়ার তোবারক হোসেন লুডু, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবিনা ফেরদৌসী, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মইনুল খান, অনাথবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার বেগম প্রমুখ।
মন্ত্রী বলেন, ২০২০ সালে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী পালনের আগেই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা হবে। এ দেশে অনেক সম্পদ আছে, সেসব সম্পদ কাজে লাগিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
১০ দিনের এই মেলায় সার্কাস, নাগরদোলা, হস্তশিল্পসহ প্রায় একশটির মতো স্টল স্থান পেয়েছে। প্রতিদিনই মেলামঞ্চে নাচ-গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।