কিশোরগঞ্জে চারজনের মনোনয়নপত্র বাতিল
প্রথম পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের পর কিশোরগঞ্জের সদর উপজেলার তিন ইউনিয়নে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আগামী ২২ মার্চ প্রথম ধাপে সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার ছিল মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন।
এদিন সদর উপজেলার মাইজখাপন ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শহীদুল্লাহ, মারিয়া ইউনিয়নের সদস্য পদপ্রার্থী মো. কিবরিয়া ও শামসুদ্দিন এবং বৌলাই ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী কুলসুম আক্তারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম জানান, বয়স কম, আয়-ব্যয়ের তথ্যে গরমিল ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
প্রথম পর্যায়ে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৭ জন, সংরক্ষিত মহিলা সদস্যপদে ১৩৩ জন এবং সাধারণ সদস্যপদে ৪৫৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।