রামগতি ও কমলনগরে ১১ জনের মনোনয়নপত্র বাতিল
লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় বিকল্পধারা বাংলাদেশের দুজন ও আওয়ামী লীগের এক বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী মোট ১১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
গতকাল বুধবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
মনোনয়নপত্র বাতিল হওয়া চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নে বিকল্পধারা বাংলাদেশের হাজি মো. মমিন উল্লাহ (ইরাকি) এবং হাজিরহাট ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাজি মো. শাহজাহান ও বিকল্পধারা বাংলাদেশের আবু বকর ছিদ্দিক।
এ ছাড়া ফলকন ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী দুজন, সাধারণ সদস্য পদপ্রার্থী একজন, হাজিরহাটে সাধারণ সদস্য পদপ্রার্থী একজন, তোরাবগঞ্জ ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী একজন, সাধারণ সদস্য পদপ্রার্থী একজন, পাটোয়ারীর হাট ইউনিয়নে সাধারণ সদস্য পদপ্রার্থী একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রামগতি উপজেলার পোড়াগাছা ইউনিয়নের সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী লাইলী বেগম ও মমতাজ বেগমের মনোনয়নপত্র বাতিল করা হয়।
কমলনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ ও রামগতি উপজেলা নির্বাচন কর্মকতা নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রার্থীর নাম ও ভোটার নম্বরে অমিল, ঋণখেলাপি ও নির্বাচনী বিধি যথাযথ না মানায় তাঁদের মনোনয়নপত্র বাতিল হয়। তবে তাঁরা এ ব্যাপারে আপিল করতে পারবেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম দফায় (২২ মার্চ) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন, হাজিরহাট, তোরাবগঞ্জ ও পাটোয়ারীর হাট ইউনিয়নে এবং রামগতি উপজেলার চরবাদাম ও পোড়াগাছা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।