আ. লীগ ৬, বিএনপি ৫
শেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিতরা সভাপতিসহ ছয়টি এবং বিএনপি-সমর্থিতরা সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে বিজয়ী হয়েছে।
গতকাল বৃহস্পতিবার শেরপুর আইনজীবী সমিতির ২ নম্বর ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন এ কে এম মোছাদ্দেক ফেরদৌসী ও সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এম কে মুরাদুজ্জামান।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নারায়ণ চন্দ্র হোড় সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
আওয়ামী-সমর্থিত আইনজীবীরা যেসব পদে জয়ী হয়েছেন সেগুলো হলো সহ-সভাপতি হরিদাস সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ইসমাঈল, সাহিত্য ও পাঠাগার সম্পাদক খোরশেদ আলম, অডিটর শাহীদ উল্লাহ শাহী এবং নির্বাহী সদস্য পদে জাহাঙ্গীর আলম সাগর।
বিএনপি-সমর্থিত আইনজীবীরা জয়ী হয়েছেন সহ-সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিয়া এবং নির্বাহী সদস্য পদে ছামিউল ইসলাম আতাহার, বাবুর আলী ও রাশেদুর রহমান রাসেল।