রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
রাজধানীর কদমতলী থানার শ্যামপুর এলাকায় একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন জাবিদুল ইসলাম (৪৫), এনামুল হক (৩৫), সাইফুল ইসলাম (৩৫) ও কামরুল ইসলাম (৪০)।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল এনটিভি অনলাইনকে জানান, জাবিদুল ও এনামুলের অবস্থা আশঙ্কাজনক। জাবিদুলের শরীরের ৮০ শতাংশ ও এনামুলের ৭৫ শতাংশ পুড়ে গেছে। বাকি দুজন আশঙ্কামুক্ত। তাদের শরীরের ১০ ও ১৫ শতাংশ অংশ পুড়ে গেছে।