নাটোরে সংঘর্ষে আহত শ্রমিক নেতার মৃত্যু
নাটোর শহরে দুই পক্ষের গোলাগুলিতে আহত শ্রমিক নেতা মাসুদ রানা (৩৪) টানা ১৮ দিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা গেছেন।
আজ বুধবার সকাল ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাটোর ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মাসুদ রানা ওরফে রতন মারা যান। তিনি শহরতলির একডালা এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।
নাটোরের সহকারী পুলিশ সুপার (এএসপি) রফিকুল ইসলাম জানান, লাশ নাটোরে আনার প্রক্রিয়া চলছে। তবে এখন পর্যন্ত থানায় মামলা হয়নি।
সূত্র জানায়, আধিপত্য বিস্তার এবং পূর্ববিরোধ নিয়ে গত ২০ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে শহরের তেবাড়িয়া যমুনা ডিস্টিলারিজের সামনের যুবলীগের আফজাল হোসেন ওরফে মুরগি আফজাল এবং মাসুদ রানার মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়ের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে।
এ সময় মাসুদ রানার বুকে এবং রাসেল নামের অপর এক যুবলীগকর্মী গুলিবিদ্ধ হন। রানাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থার অবনতি হলে সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় রানাকে।