আলমডাঙ্গায় সংঘর্ষে একজন নিহত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হোসেনপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আশরাফ হোসেন (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ইদ্রিস, বিপ্লব, আরমান, লিটন হোসেন ও আসমান আলী। তাঁদের মধ্যে বিপ্লবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তি ও পুলিশের কাছ থেকে জানা গেছে, দেড় মাস আগে অতিদরিদ্রদের জন্য খাদ্য সহায়তা (ভিজিডি) কার্ড নিয়ে হোসেনপুর গ্রামের রেজাউল হোসেন ও আশরাফ হোসেনের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার পর থেকে আশরাফ হোসেন ও তাঁর অনুসারীরা পলাতক ছিলেন। গতকাল বুধবার রাতে সবাই একযোগে গ্রামে ফেরেন। এ খবর জানার পর আজ সকালে রেজাউল ও তাঁর লোকজন তাঁদের ওপর হামলা চালান। এ সময় আশরাফের লোকজনও পাল্টা আক্রমণ করলে হতাহতের ঘটনা ঘটে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-উর রশিদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।