মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় ফেরত দেওয়ার দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
আজ বৃহস্পতিবার সকালে বিএনপির নেতা-কর্মীরা শহরের আইনজীবী ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়কে যেতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে কোর্ট চত্বরে জেলা বিএনপির সহসভাপতি আইনজীবী আতাউর রহমান ভূইয়া ফরিদের সভাপতিত্বে সমাবেশ করা হয়। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আবদুল বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস খান মজলিশ মাখন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বশির উদ্দিন আহম্মেদ ঠান্ডু, জেলা বিএনপি নেতা মাকসুদুর রহমান মুকুল, জেলা যুবদল নেতা এস এম এম ইকবাল হোসেন, ইকবাল আহম্মেদ মুক্তা ও সুজা উদ্দিন বুলবুল।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সালাহ উদ্দিন আহমেদকে আটক করে অস্বীকার করছে। সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় তাঁর পরিবারের কাছে ফেরত দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তাঁরা রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান।