প্রধানমন্ত্রীর চোখ দিয়ে পানি পড়েছে , বললেন আতিউর
আতিউর রহমান পদ্যতাগপত্র হাতে পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেঁদেছেন। আজ মঙ্গলবার গুলশানে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের সদ্য পদত্যাগী গভর্নর এ কথা বলেন।
আতিউর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দিয়েছেন। তাঁর হাতেই আমি পদত্যাগপত্র দিয়েছি। তাঁর চোখ দিয়ে পানি পড়েছে। তিনি বলেছেন, বাংলাদেশে এমন সংস্কৃতি নেই।’
এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র জমা দেন ড. আতিউর রহমান।
আতিউর রহমান বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। আমাকে তিনি একটি ঐতিহাসিক দায়িত্ব দিয়েছিলেন। তিনি আমাকে তিলে তিলে গড়ে তুলেছেন। আজ ২৮ বছর যাবৎ আমি তাঁর সঙ্গে কাজ করি। আমি তাঁর গাইডেন্স নিয়ে বাংলাদেশ ব্যাংক চালিয়েছি। দীর্ঘ সাত বছর বাংলাদেশ ব্যাংক কোথা থেকে কোথায় এসেছে আপনারা সবাই জানেন।’
সাবেক গভর্নর আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর নিরঙ্কুশ সমর্থন না পেলে আমি এ কাজগুলো করতে পারতাম না।’