ভোটের আগে সিল মারতে গিয়ে পুলিশের গুলি, আহত ২
সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়নে ভোটকেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির সময় পুলিশের গুলিতে দুজন আহত হয়েছেন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তিকরা হয়েছে।
আজ মঙ্গলবার ভোরে দুই যুবক ভাগবহা ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারার চেষ্টা করেন। এ সময় পুলিশ গুলি চালালে রুহুল কুদ্দুস ও রুবেল শেখ নামের দুই যুবক আহত হন।
এ ঘটনার পর ইউনিয়নের তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে।
এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ভোরে রুহুল কুদ্দুস ও রুবেল শেখ কয়েকজনকে সঙ্গে নিয়ে ভাগবহা ভোটকেন্দ্রে প্রবেশ করেন। তারা প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট কেড়ে নেন এবং সিল মারার চেষ্টা করেন। এতে বাধা দিলে তারা মারমুখি হয়ে ওঠে। পুলিশের সঙ্গেও তারা চিৎকার করতে থাকেন। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুড়লে তারা দুজন আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাদের পার্শ্ববর্তী লোকনাথ ক্লিনিকে ও পরে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আহত দুজনই আওয়ামী লীগের স্থানীয় নেতা।
ওসি জানান, আহত দুই যুবক আরো দুটি কেন্দ্রে একইভাবে ব্যালটে সিল মারেন। পরে ভাগবহা, অভয়তলা ও দাদপুর কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়।
এদিকে, রাতভর জেলার বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্র রাতে দখল করে আওয়ামী লীগ দলীয় প্রার্থীরা ব্যালট ছিনতাই করে সিল মেরেছে বলে অভিযোগ করেছে প্রার্থীরা।
কলারোয়ার দেয়াড়ায় বিএনপির প্রার্থী ইব্রাহীম হোসেনেরসহ কয়েকটি বাড়িতে সন্ত্রাসীরা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলে খবর পাওয়া গেছে।