ডুমুরিয়ায় ভোটের আগেই নৌকায় সিল মারার অভিযোগ
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট শুরুর আগেই নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা মফিজুর রহমান অভিযোগ করেন, ডুমুরিয়া মাজিদিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট শুরুর আগেই এক পোলিং অফিসারকে নৌকা প্রতীকে সিল মারতে দেখা গেছে। এ সময় তাঁর পাশে দুই বহিরাগত ছিলেন বলেও জানান তিনি।
এ বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা সৈয়দ জসিম উদ্দিন বলেন, ‘ভোটগ্রহণ শুরু হলে এবং পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট নেওয়া হয়। কিন্তু কেউ যদি তার আগেই ব্যালটে সিল মারে তা আইনের লঙ্ঘন।’
ডুমুরিয়া উপজেলা সদর ইউনিয়নে এবার বিএনপির মোল্লা মোফিজুর রহমান, আওয়ামী লীগের এস এম হুমায়ুন কবীর বুলু, ইসলামী শাসনতন্ত্রের মুফতি আজিজুল ইসলাম এবং দুই স্বতন্ত্র প্রার্থী আবদুস সালাম ও রেজাউর রহমান চেয়ারম্যান পদের জন্য নির্বাচনে অংশ নিয়েছেন।