রামগড়ে ৪টি ককটেল বিস্ফোরণ
খাগড়াছড়ি জেলার রামগড়ে একই সময়ে তিনটি জায়গায় চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে পেট্রলবোমা দিয়ে আগুন ধরানো হয়েছে।
গতকাল শনিবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে। প্রতিবাদে তাৎক্ষণিকভাবে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। এ ঘটনার প্রতিবাদে আজ রোববার বিকেলে সমাবেশ করবে আওয়ামী লীগ ও যুবলীগ।
পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে রামগড় বাজারে কাঠ ব্যবসায়ী সমিতির কার্যালয়ের সামনে একটি ও রামগড় সিনেমা হলসংলগ্ন বাজারে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। রাত ৯টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে পেট্রলবোমা দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে নিরাপত্তা প্রহরীরা আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন, রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইউনুস আলী মিয়া ও রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যুবায়েরুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি যুবায়েরুল হক জানান, আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। শহরে বিজিবি টহল দিচ্ছে। নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।