খাগড়াছড়ির রামগড় হানাদারমুক্ত দিবস পালন
নানা কর্মসূচির মধ্যদিয়ে খাগড়াছড়ির রামগড় হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর হানাদারমুক্ত হয় রামগড়।
এ উপলক্ষে রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি লেক পার্কে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘বিজয়’ চত্বরে গিয়ে শেষ হয়। পরে বিজয় ভাস্কর্যের বেদীতে শহীদদের স্মরণে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পুষ্পমাল্য অর্পণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, সাবেক জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফাসহ অন্য বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
১৯৭১ সালের এই দিনে রামগড় হানাদারমুক্ত হয়। এ দেশের বীর সেনারা দীর্ঘ সাত মাস ছয় দিন লড়াই সংগ্রামে তীব্র আক্রমণ করে ৮ ডিসেস্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের পরাজিত করেন। পরে ওই দিন বিকেলে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য মরহুম সুলতান আহম্মেদ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে রামগড় প্রধান ডাকঘরের ছাদে লাল সবুজের পতাকা উত্তোলন করে রামগড়কে হানাদারমুক্ত ঘোষণা করেন।