নাটোরে নির্বাচনী সহিংসতায় আহত যুবকের মৃত্যু
দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে সংঘর্ষে আহত নাটোরের যুবক বিপ্লব মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনসী শাহাব উদ্দিন জানান, গতকাল ভোট গ্রহণ চলাকালে নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের হাবিবপুর ভোটকেন্দ্রে ভোট দিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন বিপ্লব। উন্নত চিকিৎসার জন্য গতকালই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত রাত ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে ওই এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানান মুনসী শাহাব উদ্দিন।