সিঁধ কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নরসিংদীর রায়পুরা উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে তাজু মিয়া (৩৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ীকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন তাজুর স্ত্রী মরিয়ম বেগম (২৫)।
গতকাল রোববার গভীর রাতে উপজেলার নিলক্ষা ইউনিয়নের আমিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
আজ সোমবার সকালে পুলিশ তাজুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গুরুতর আহত মরিয়ম বেগমকে নরসিংদীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাজুর স্বজনরা জানায়, রাত আনুমানিক দেড়টার দিকে দুই/তিনজন দুর্বৃত্ত সিঁধ কেটে তাজু মিয়ার ঘরে ঢুকে। এ সময় ঘুমন্ত অবস্থায় তাজু মিয়াকে এলোপাতাড়ি কুপাতে থাকে দুর্বৃত্তরা।
স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে স্ত্রী মরিয়ম বেগমকেও কুপিয়ে আহত করা হয়। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ততক্ষণে তাজু মিয়া মারা যান।
মরিয়ম বেগম জানান, হত্যার ঘটনা ঘটলেও ঘর থেকে কোনো মালামাল খোয়া যায়নি। দুর্বৃত্তরা পাশের সোনাইকান্দী গ্রামের। তাদের নাম পুলিশকে জানানো হয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, সিঁধ কেটে চুরি করতে গিয়ে চোরের দল তাজু মিয়াকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।