গাড়ি পোড়ানোর মামলায় মোসাদ্দেক আলী রিমান্ডে
খিলগাঁও থানায় করা গাড়ি পোড়ানোর একটি মামলায় এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ সোমবার মোসাদ্দেক আলীকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম হাসিবুল হক।
গত ৩০ জানুয়ারি রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের দক্ষিণ-পশ্চিম দিকে টঙ্গীগামী তুরাগ পরিবহনের একটি বাসে পেট্রলবোমা ছুড়ে দুর্বৃত্তরা। এতে তিনজন দগ্ধ হন। এ ঘটনায় গ্রেট তুরাগ ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেডের মালিক নজরুল ইসলাম খিলগাঁও থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।
গাড়ি পোড়ানোর ওই ঘটনায় জড়িত সন্দেহে গোয়েন্দা পুলিশ গতকাল রোববার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে মোসাদ্দেক আলীকে আটক করে। আজ সোমবার বেলা ২টা ৫৫ মিনিটে তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
মোসাদ্দেক আলীর আইনজীবী মো. সানাউল্লাহ মিয়া জানান, খিলগাঁও থানার উপ-পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন ওই মামলায় এনটিভির চেয়ারম্যানকে সন্দেহভাজন আসামি দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চান। রিমান্ড আবেদনে বলা হয়, এই আসামি (মোসাদ্দেক আলী) পেট্রলবোমা জোগাড় এবং অর্থ জোগানদাতা। এ ঘটনায় ব্যবহৃত পেট্রলবোমা, ককটেল, বিস্ফোরক দ্রব্যের উৎস ও অস্ত্রের জোগানদাতাদের শনাক্ত করা এবং প্রকৃত ব্যবহারকারীদের নাম-ঠিকানা সংগ্রহের জন্য আসামিকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে মহানগর হাকিম হাসিবুল হক মোসাদ্দেক আলীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদীন মেজবা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন। বিকেল ৪টা ১০ মিনিটে অ্যাটকোর সভাপতিকে নিয়ে আদালত ছাড়ে পুলিশ।
গতকাল রাত ৮টার দিকে গুলশানে মোসাদ্দেক আলীকে আটক করা হয়। ওই সময় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (উত্তর) উপকমিশনার শেখ নাজমুল আলম এনটিভি অনলাইনকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের ডিবি সদর দপ্তরে নেওয়া হয়েছে মোসাদ্দেক আলীকে। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীকে আটকের তীব্র নিন্দা জানিয়েছে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। গতকাল রাতে অ্যাটকোর পক্ষ থেকে বিবৃতিটি দেন সংগঠনের সাধারণ সম্পাদক শাইখ সিরাজ ও কোষাধ্যক্ষ আরিফ হাসান। তাঁরা অবিলম্বে মোসাদ্দেক আলীর মুক্তি চেয়েছেন।