বিএনপির শতাধিক নেতা-কর্মী জাসদে
পাবনা সদর উপজেলায় বিএনপির ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী জাতীয় সমাজতান্ত্রিক দলে (জাসদ) যোগ দিয়েছেন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন জাসদ নেতারা।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার ভাড়ারা ইউনিয়নের দড়িভাউডাঙ্গাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সুধী সমাবেশের মধ্য দিয়ে ভাড়ারা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম খাঁ ও সাংগঠনিক সম্পাদক সুরুজ্জামানের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী জাসদে যোগ দেন।
এ সময় জেলা জাসদের সাধারণ সম্পাদক হাবিবুল হক মিন্টু বলেন, হরতাল-অবরোধের নামে হত্যাকাণ্ড চালিয়ে ২০ দলীয় জোট বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই আন্দোলন ১৪ দল বা সরকারের বিরুদ্ধে নয়, এটা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে আঘাত। এদের রুখতে স্বাধীনতার পক্ষের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
মানিক সরদারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন জেলা জাসদের সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন, সহসভাপতি কানু সান্যাল, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম রানু, মোফাজ্জল হোসেন কানাই, নিস্তার আলী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাসদ ছাত্রলীগ নেতা শিহাব উদ্দিন, শিপন প্রমুখ। পরে হাবিবুল হক মিন্টু যোগদানকারী নেতা-কর্মীদের শপথ বাক্য পাঠ করান।