১২ দিন পর কিশোরীকে রেখে গেল অপহরণকারীরা
নরসিংদীতে অপহরণের ১২ দিন পর এক কিশোরীকে ফেলে রেখে গেছে অপহরণকারীরা। আজ মঙ্গলবার দুপুরে অপহরণকারীরা নরসিংদী সদর রোডে এনটিভি প্রতিনিধির কার্যালয়ের কাছে অসুস্থ অবস্থায় ফেলে রেখে যায়।
গত ৭ এপ্রিল শিবপুর থেকে অপহৃত হয় অষ্টম শ্রেণির ওই ছাত্রী (১৩)। এরপর পুলিশ বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়েও ব্যর্থ হয়। এদিকে কিশোরীর মা-বাবাকে অপহরণকারীরা মামলা তুলে নিতে অনবরত হুমকি-ধমকি দিচ্ছে।
স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, শিবপুর উপজেলার অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে এলাকার রমজান আলী (২২) স্কুলে আসা যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। প্রেমের প্রস্তাবে রাজি হয়নি স্কুলছাত্রী। এ কারণে রমজান আলী গত ৭ এপ্রিল রাত ৯টায় তিন-চারজন সন্ত্রাসীকে নিয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বসতঘরে ঢুকে ওই ছাত্রীকে অপহরণ করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। ঘটনার পর পরই পরিবারের সদস্যরা শিবপুর মডেল থানা পুলিশকে জানালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। এরপর মেয়েটির বাবা সাংবাদিকদের শরণাপন্ন হন। সাংবাদিকদের চাপে অপহরণের তিন দিন পর মামলা নিতে বাধ্য হয় শিবপুর থানা পুলিশ।
অপহৃত স্কুলছাত্রীর বাবা বলেন, ‘মেয়ের অপহরণের পর আমি ও আমার পরিবার উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটিয়েছি। আজ অসুস্থ মেয়েকে নরসিংদী শহরের সদর রোডের হেমেন্দ্র সাহার মোড়ে পেয়ে হাসপাতালে নিয়ে যাই। পরে পুলিশ এসে ওকে আদালতে নিয়ে যায়।’
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম হোসেন বলেন, মামলাটি নিয়ে পুলিশ তৎপর আছে। মেয়েটি কিছুটা সুস্থ হলেই তার কাছ থেকে শুনে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।