নরসিংদীতে দুই যুবক গ্রেপ্তার
নরসিংদীর শিল্পাঞ্চল পলাশে ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে ঘোড়াশাল পৌরসভার পিরিন্দারটেক এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক দুই যুবকের নাম সাব্বির (২২) ও রাসেল (২৪)। তাঁরা দুজনই পিরিন্দা এলাকার বাসিন্দা।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আবুল কালাম আজাদ জানান সাব্বির ও রাসেল দীর্ঘদিন ধরে পলাশের বিভিন্ন এলাকায় ছিনতাই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। গতকাল রাতে পলাশ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুজ্জামান আসামিদের নিজ এলাকা থেকে আটক করে।
পরে তাদের ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আটক দুজনকে পলাশ থানার হাজতে রাখা হয়েছে।
আটক সাব্বির ও রাসেল মিয়া উভয়েই খুনের মামলাসহ একাধিক মামলার আসামি বলে জানান ওসি।