লক্ষ্মীপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
লক্ষ্মীপুরের দাসেরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি জামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে চট্টগ্রামের ঈদগাহ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া জামাল উদ্দিনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।
দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গণেশ চন্দ্র শীল জানান, স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জামাল উদ্দিন চট্টগ্রামের ডবলমুরিং থানার ঈদগাহ এলাকার একটি ব্যাচেলর বাসায় অবস্থান করছিল—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল ধর্ষণের ঘটনার কথা স্বীকার করেছে। এ মামলার অপর আসামি ওসমান গণিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এসআই।
এদিকে, এর আগে স্থানীয় লোকজন ও যুবলীগ নেতারা জামালকে সংগঠনের চরশাহী ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দেন। ধর্ষণের ঘটনা গণমাধ্যমে প্রকাশের পর জামাল যুবলীগের কেউ নয় বলে দাবি করেন।
গত ১৬ এপ্রিল শনিবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার দাসেরহাট বাজারে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে জামাল উদ্দিন। পরদিন ওই ছাত্রীর ভাই বাদী হয়ে ধর্ষক জামাল উদ্দিন ও তার সহযোগী ওসমান গণিকে আসামি করে থানায় মামলা করেন।