মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপি নেত্রীর সহায়তা
মানিকগঞ্জের ঘিওর উপজেলার শোলধারা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ১৩ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।
আজ শুক্রবার সকালে আফরোজা খান ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে পাঁচ হাজার টাকা করে সাহায্য দেন। তিনি তাঁদের পাশে থেকে আরো সহায়তার আশ্বাস দেন। এ ছাড়া তিনি অগ্নিকাণ্ডে দগ্ধ আমেনা নামের এক নারীকে চিকিৎসাসেবা প্রদানের কথা বলেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট মোকছেদুর রহামান, সহসভাপতি আজাদ, ঘিওর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজর আলী, স্থানীয় বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম চতু প্রমুখ।
গত ২৩ মার্চ সোমবার দুপুরে ঘিওরের শোলধারা গ্রামে আলমের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আলমের বাড়ির চৌচালা টিনের ঘর ও রান্নাঘর পুড়ে যায়। মুহূর্তে আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে পাশের সাইজুদ্দিন, হোসেন আলী, ফরিদ, আকবর, রশিদ, সিরাজ, রফিকের বাড়িসহ ১৩টি পরিবারের ২৪টি ঘর, গবাদি পশু এবং আসবাবপত্র পুড়ে যায়।