ফেনীর মহামায়ায় ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ, গুলিবিদ্ধ পাঁচ
ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর সতর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে দুর্বৃত্তদের হামলায় পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গুলিবিদ্ধ রফিকুল ইসলাম (৩৬), বাবলু (৩৫), মুসা মিয়া (৩২), কবির মাস্টার (৬৫) ও মোহাম্মাদ ইউনূসের বাড়ি ছাগলনাইয়ার চাঁদগাজী এলাকায়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান বলেন, মহামায়ার উত্তর সতর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।