পৃথক দুটি মামলা, আসামি তিন শতাধিক
টাঙ্গাইলের দেলদুয়ারে পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ভাঙচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে। এতে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত তিন শতাধিক লোককে আসামি করা হয়েছে।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
ওসি জানান, সরকারি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় উপজেলা প্রশাসন ও পুলিশ বাদী হয়ে গতকাল সোমবার রাতে দুটি মামলা করে।
সদ্যসমাপ্ত দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নে পরাজিত চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন আজাদের সমর্থকরা গত রোববার আবার ভোটগণনার দাবিতে উপজেলা পরিষদের সামনে মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা নির্বাচন অফিস ও ইউএনও অফিস ঘেরাও করেন। এতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। পরে বিক্ষুব্ধ লোকজন ইউএনও অফিসের নিচতলায় ব্যাপক ভাঙচুর চালান। সেখানে বেশ কয়েকটি মোটরসাইকেলে পুড়িয়ে দেন তাঁরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকটি গুলি ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। এ ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গত শনিবার দেলদুয়ার উপজেলার আটটি ইউনিয়নে ভোট গ্রহণ হয়। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম মল্লিক বেসরকারিভাবে নির্বাচিত হন। এ নির্বাচনে সাজ্জাদ হোসেন আজাদ পরাজিত হন। এর পর থেকেই তিনি আবার ভোটগণনার দাবি জানান।