আম পাকানোর দায়ে ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা
নাটোরের বাগাতিপাড়ায় রাসায়নিক দ্রব্য দিয়ে আম পাকানোর দায়ে শাহাব উদ্দিন নামের এক আম ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার ফরহাদ আহম্মদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বাগাতিপাড়া কলেজ সংলগ্ন রফিক মাস্টারের আম বাগানের আম কিনে নেন রাজশাহীর বাঘা উপজেলার বাউসা গ্রামের শাহাব উদ্দিন। আজ দুপুরে তিনি ওই বাগান থেকে কাঁচা আম সংগ্রহ করে তা পাকানোর জন্য রাসায়নিক দ্রব্য মেশাতে থাকেন। বিষয়টি দেখে স্থানীয়রা ইউএনওকে খবর দেন। খবর পেয়ে ইউএনও খোন্দকার ফরহাদ আহম্মদ পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই আম ব্যবসায়ীকে সাজা দেন। পরে আমগুলোও ধ্বংস করা হয়।