সাতক্ষীরা সীমান্তে যুবক গুলিবিদ্ধ , বিএসএফের অস্বীকার
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
আজ শনিবার ভোরে মাদরা সীমান্তের মেইন পিলার ১৩-এর সাব-পিলার তিনের পাশে এ ঘটনা ঘটে।
গুলিতে আহত যুবকের নাম অজিহার রহমান (৩৪)। তাঁর বাড়ি কলারোয়ার মাদরা গ্রামে।
তবে গুলির কথা অস্বীকার করেছে বিএসএফ। এমনকি আহত যুবক কোথায় আছেন, সে সম্পর্কেও কিছু জানাতে পারেনি বিজিবি।
স্থানীয়দের বরাত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাদরা কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাসেম জানান, ভোরে অজিহার রহমান ভারতের মুম্বাই থেকে দেশে ফিরছিলেন । সীমান্ত এলাকা পাড়ি দেওয়ার সময় তাঁকে লক্ষ্য করে কে বা কারা গুলি করে। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। তবে আহত ব্যক্তি এখন কোথায় তা জানা যায়নি।
এ ঘটনার খবর পেয়ে মাদরা সীমান্তে গেছেন বিজিবির ৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরমান হোসেন। তিনি জানান, বিএসএফের ৭৬ ব্যাটালিয়নের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তবে বিএসএফ গুলি বর্ষণের ঘটনা অস্বীকার করেছে।
ব্যাটালিয়ন অধিনায়ক আরো জানান, কারা ওই বাংলাদেশি যুবককে গুলি করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এমনকি আহত ব্যক্তি অজিহার রহমান কোথায় আছেন, তা-ও জানা যায়নি।