জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘শহীদ জিয়া, গণতন্ত্র ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এ আলোচনা সভা জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয়।
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন। সভা পরিচালনা করেন জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব ডা. সাইফুদ্দিন নেসার আহমেদ তুষান।
সভায় আরো বক্তব্য দেন ড্যাব মহাসচিব ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাবেক উপমন্ত্রী দিপেন দেওয়ান, অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু, অধ্যাপক ডা. আবদুল কুদ্দুস, অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন, ডা. শহিদুল আলম, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ডা. আমিরুজ্জামান খান লাভলু, ডা. সাইফুল ইসলাম সেলিম, ডা. রফিকুল ইসলাম প্রমুখ।