অধ্যাপক এমাজউদ্দীনের স্ত্রীর কুলখানি অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের স্ত্রী সেলিমা আহমদের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বাদ আসর রাজধানীর কাঁটাবনে মরহুমের নিজ বাসভবনে কুলখানি উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে মোনাজাত করেন রাজনীতিবিদ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গত ১৯ মে রাজধানীর বারডেম হাসপাতালে মারা যান সেলিমা আহমদ।
কুলখানিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ মরহুমার স্বজনরা উপস্থিত ছিলেন।