আশুলিয়ায় অপহৃত যুবক নাটোরে উদ্ধার
ঢাকার আশুলিয়া থেকে অপহরণের এক মাস পর ওবায়দুর রহমান নামে এক যুবককে নাটোর থেকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে ওবায়দুরকে অচেতন অবস্থায় সদর থানার সামনে থেকে উদ্ধার করা হয়। চিকিৎসা শেষে আজ বুধবার তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এনটিভি অনলাইনকে জানান, গত ২৮ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কন্যানগর গ্রামের মুসলিম আলীর ছেলে ওবায়দুরকে চাকরি দেওয়ার নাম করে আশুলিয়ায় নিয়ে যায় একই এলাকার আলাউদ্দিন নামে এক ব্যক্তি। পরে সেখান থেকে ওবায়দুরকে অপহরণ করে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় নাচোল থানায় একটি মামলা করে অপহৃতের পরিবার। পাশাপাশি ওবায়দুরের পরিবার চার দফায় দুই লাখ টাকা মুক্তিপণ দেয় অপহরণকারীদের।
ওসি আরো জানান, মঙ্গলবার রাতে অপহরণকারীরা ওবায়দুরকে অচেতন অবস্থায় নাটোর থানার সামনে ফেলে দিয়ে পালিয়ে যায়। সেখান থেকে পুলিশ ওবায়দুরকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে আজ বুধবার দুপুরে ওবায়দুরকে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।