নরসিংদীতে মুক্তিযুদ্ধের ইতিহাস বই পড়া উৎসব
নরসিংদীতে ‘মুক্তিযুদ্ধের চেতনা, মানুষে মানুষে সমতা’ স্লোগানে মুক্তিযুদ্ধের ইতিহাস বই পড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির সহস্রাধিক শিক্ষার্থীর হাতে মুহম্মদ জাফর ইকবালের লেখা মুক্তিযুদ্ধের ইতিহাস বই বিতরণ করা হয়।
সোমেন চন্দ্র পাঠাগারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক সিগ্ধা বাউল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম চন্দ্র মিত্র, সহকারী শিক্ষক সেলিম সিদ্দিকী, সোমেন চন্দ্র পাঠাগারের সভাপতি শহিদুল হক সুমন, সংস্কৃতিকর্মী অলি মাহমুদ ও নরসিংদী শুভসংঘের রাকিবুল মাছুম।
সোমেন চন্দ্র পাঠাগারের সভাপতি শহিদুল হক সুমন বলেন, প্রতিটি মানুষকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। শিশু-কিশোরদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতেই এই উৎসবের আয়োজন। এরই মধ্যে জেলার ২০টি স্কুলের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস বই বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্য বিদ্যালয়গুলোতেও এই উৎসবের আয়োজন করা হবে।