নরসিংদীতে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ছিনতাই হওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করেছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে গাজীপুরের টঙ্গীর মরকুন এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়।
ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার হওয়া বজলু মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল গাফফারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান চালায়।
বজলু মিয়ার (৫৫) বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ বাওতলী গ্রামে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকার একটি সিএনজি পাম্পের সামনে থেকে চালককে অচেতন করে তাঁর অটোরিকশা ছিনতাই করা হয়। এ সময় চালকের হাত-পা বেঁধে নির্জন স্থানে রাস্তার পাশে ফেলে চলে যায়। আশপাশের লোকজন চালককে উদ্ধার করে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে, ছিনতাই করার পর ছিনতাইচক্রটি গাড়ির মালিক আফজাল মিয়াকে ফোন করে বিকাশ করে এক লাখ টাকা পাঠাতে বলে। টাকা পাঠালে গাড়ি ফেরত দেওয়া হবে বলে জানায় তারা। সেই সূত্র ধরে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আবদুল গাফফার ছিনতাইকারী চক্রকে শনাক্ত করতে সক্ষম হন। অভিযানের একপর্যায়ে গতকাল রোববার রাতে টঙ্গীর বোর্ডবাজার এলাকা থেকে বজলু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার করতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। এ ব্যাপারে পলাশ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।