হত্যার রাজনীতি বন্ধ না হলে সমুচিত জবাব দেবেন মুক্তিযোদ্ধারা
দেশের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার কথা বিবেচনা করে অবিলম্বে হরতাল ও অবরোধ কর্মসূচি প্রত্যাহার করার দাবি জানিয়েছেন চুয়াডাঙ্গার মুক্তিযোদ্ধারা। সে সঙ্গে পেট্রলবোমা মেরে মানুষ হত্যার রাজনীতি থেকে ২০-দলীয় জোটকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাঁরা। আর তা না হলে দেশের মুক্তিযোদ্ধারা এর সমুচিত জবাব দেবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে চুয়াডাঙ্গা শহরের বড়বাজার শহীদ হাসান চত্বরে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা ও দেশজুড়ে লাগাতার অবরোধ-হরতালের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও সমাবেশ করেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ড আয়োজিত এ কর্মসূচিতে মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, সদর উপজেলা কমান্ডার আশু বাঙ্গালী, বীরপ্রতীক সাইদুর রহমান, মুক্তিযোদ্ধা কালু শেখ, আলী আজগার ফটিক, আবুল কাশেম প্রমুখ।