শিবিরের মিছিল, পুলিশের গুলি, নিহত ১
মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন খারিজ করে দেওয়ার প্রতিবাদে নোয়াখালীতে ঝটিকা মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। এ সময় পুলিশের ছোড়া গুলিতে একজন নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার প্রধান সড়ক মফিজ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত যুবক শিবিরের কর্মী। এ সময় রাকিব নামের আরেক শিবিরকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ রাকিব ও রাসেল নামের আরেকজনকে আটক করেছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, শিবিরকর্মীরা আজ বেলা সাড়ে ১১টার দিকে মফিজ প্লাজার সামনে থেকে ঝটিকা মিছিল বের করে। ওই সময় সেখান দিয়ে টহল পুলিশের একটি দল যাচ্ছিল। শিবিরকর্মীরা হঠাৎ পুলিশকে লক্ষ্য করে ককটেল ও পেট্রলবোমা ছুড়ে মারে। পুলিশ আত্মরক্ষার্থে শটগানের গুলি ছুড়লে শিবিরকর্মীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে তিন কর্মীকে আটক করা হয়। এর মধ্যে আহতাবস্থায় দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা অজ্ঞাতপরিচয় এক শিবিরকর্মীকে মৃত ঘোষণা করেন। রাকিব নামের এক শিবিরকর্মীকে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।