চাল আত্মসাতের অভিযোগে কালীগঞ্জের পিআইও গ্রেপ্তার
প্রকল্পের চাল আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় লালমনিরহাটের কালীগঞ্জের সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নভেন্দু নারায়ণ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।
নভেন্দু নারায়ণ চৌধুরী বর্তমানে নওগাঁ জেলার আত্রাই উপজেলার পিআইও হিসেবে কর্মরত রয়েছেন। গত মঙ্গলবার রংপুরে তাঁকে গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠানো হয়।
তবে আজ বৃহস্পতিবার লালমনিরহাট জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক আফাজ উদ্দিন পিআইওকে লালমনিরহাট জেলা কারাগারে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন।
দুদকের মামলায় নভেন্দু ছাড়াও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ এবং কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমানকেও আসামি করা হয়েছিল। এদের মধ্যে চেয়ারম্যান হাফিজুর মারা গেছেন। পিআইও নভেন্দু নারায়ণ চৌধুরী দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার সুজাপুর এলাকার বাসিন্দা।
এ তিনজনের বিরুদ্ধে অপরাধমূলক, বিশ্বাসভঙ্গ এবং ক্ষমতার অপব্যবহার করে অস্তিত্বহীন ৪০টি ভূয়া প্রকল্পের বিপরীতে ১০০ টন জিআর চাল উত্তোলন করে আত্মসাত করার অভিযোগে মোট ১৯টি মামলা করে দুদক।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, কালীগঞ্জ উপজেলার পিআইও নভেন্দু নারায়ণ চৌধুরী, তুষভাণ্ডার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ এবং কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমানের বিরুদ্ধে সরকারি চাল আত্মসাতের ঘটনার সত্যতা পায় দুদক।
ফলে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দুদকের রংপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকারিয়া বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।
এর মধ্যে কাকিনা ইউনিয়নের পাঁচটি ও তুষভাণ্ডার ইউনিয়নের ১৪টি মামলাৱ করা হয়। আর ওই ১৯টি মামলাতেই আসামি করা হয় পিআইও নভেন্দু নারায়ণ চৌধুরীকে। এর মধ্যে ১৪টি মামলায় তাঁর সঙ্গে আসামি করা হয় তুষভাণ্ডার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহম্মেদকে।
অপরদিকে কাকিনা ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান হাফিজুর রহমানকে ওই ইউনিয়নের পাঁচটি মামলায় পিআইওর সঙ্গে আসামি করা হয়।
আজ রাতে লালমনিরহাট দুদকের আইনজীবী মশিউর রহমান জানান, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর কালীগঞ্জ থানায় ওই ১৯টি মামলা করা হয়েছিল।
দুদক রংপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক (তদন্ত) আমিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, কালীগঞ্জের সাবেক পিআইও নভেন্দু নারায়ণ চৌধুরীকে রংপুর কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আগামী সোমবার লালমনিরহাট মুখ্য বিচারিক আদালতে তাঁকে হাজির করে অন্য ১৮টি মামলাতেও গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হবে।