টেকনাফে ২ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজার জেলার টেকনাফে দুই লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার রাত ৯টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালীর মধুমতি সল্ট ইন্ডাস্ট্রিজের পাশের লবণ মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, এসব ইয়াবার মূল্য ছয় কোটি ৯০ লাখ টাকা।
টেকনাফের বিজিবি ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবুজার আল এনটিভি অনলাইনকে জানান, নাফ নদী থেকে একদল পাচারকারী ইয়াবা নিয়ে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের দিকে আসছিল। গোপন সূত্রে এমন খবর পেয়ে বিজিবি লেদা বিওপির সদস্যরা আলীখালী এলাকায় অবস্থান নেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ইয়াবার চালানটি লবণ মাঠে ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ইয়াবাগুলো উদ্ধার করেন। উদ্ধার হওয়া ইয়াবাগুলো পরে ধ্বংস করা হবে বলে তিনি জানান।