পিরোজপুরে পোড়ানো হলো ছয় হাজার মিটার নিষিদ্ধ জাল
পিরোজপুরের দুটি নদীতে অভিযান চালিয়ে পাঁচ লাখ টাকার নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। আজ সোমবার সকালে কালীগঙ্গা ও কচাঁ নদীতে কোস্টগার্ডের সহযোগিতায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়।
পরে বেলা ১১টার দিকে বেকুটিয়া ফেরিঘাটের কাছে জব্দ করা জাল আগুনে পোড়ানো হয়।
পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম সরদার জানান, সকালে কোস্টগার্ডের সহযোগিতায় জেলার কাউখালীর কালীগঙ্গা ও পিরোজপুরের কচাঁ নদীতে অভিযান চালানো হয়। এ সময় আটটি বাধা জাল, একটি বেহুন্দী জাল ও পাঁচটি কারেন্ট জালসহ মোট ছয় হাজার মিটার জাল আটক করা হয়, যার আনুমানিক মূল্যে পাঁচ লাখ টাকা। পরে আটক জালগুলো বেকুটিয়া ফেরিঘাটের কাছে পুড়িয়ে ফেলা হয়।
এ ধরনের অভিযান অব্যাহত থাকলে পিরোজপুরের নদীতে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন জেলা মৎস্য কর্মকর্তা। তবে জেলা মৎস্য দপ্তরের পর্যাপ্ত জনবল এবং বাজেট বরাদ্দ না থাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা সম্ভব হয় না বলেও মন্তব্য করেন তিনি।
অভিযানে কোস্টগার্ডের পেটি অফিসার মো. আমির হোসেন, পিরোজপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী, কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।