খাগড়াছড়িতে আগ্নেয়াস্ত্রসহ একজন আটক
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার ময়ূরখীল এলাকায় অস্ত্র, গুলিসহ সৈয়দ আলী (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আটক করা হয় তাঁকে।
লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মিজানুর রহমান জানান, লক্ষ্মীছড়ি জোনের ক্যাপ্টেন জাওয়াদের নেতৃত্বে সেনাবহিনীর একটি দল গতকাল রাতে রাস্তায় টহল দিচ্ছিল। দলটি ময়ূরখীল এলাকায় পৌঁছালে সেখানে এক যুবককে মদ্যপ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে। পরে তাঁর শরীরে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর শরীর থেকে একটি নাইন এমএম পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
পরে সৈয়দ আলীর বিরুদ্ধে অস্ত্র আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয় বলেও জানান ওসি।