পিরোজপুরে নিখোঁজ ঝালমুড়ি বিক্রেতার লাশ উদ্ধার
পিরোজপুরের কাউখালীতে নিখোঁজ এক ঝালমুড়ি বিক্রেতার লাশ উদ্ধার করেছে কাউখালী থানার পুলিশ।
নিহত ঝালমুড়ি বিক্রেতার নাম মো. ইয়াসিন হাওলাদার (৩৫)। তিনি কাউখালী উপজেলার আইরন গ্রামের আবদুল বারেক হাওলাদারের ছেলে।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে আইরন গ্রামের পার্শ্ববর্তী বৌলাকান্দা গ্রামের একটি ডোবা থেকে এলাকাবাসী লাশটি উদ্ধার করে পুলিশে খবর দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ৯টার দিকে এক ব্যক্তির সঙ্গে ইয়াসিন মাছ ধরতে বের হন। কিন্তু রাতে আর ফিরে আসেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি। আজ সকালে পার্শ্ববর্তী বৌলাকান্দা গ্রামের একটি ডোবা থেকে এলাকাবাসী তাঁর লাশ উদ্ধার করে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, নিহত ইয়াসিনের লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।