মহাসড়কে ডাকাত আটক
কুমিল্লার চান্দিনা উপজেলার গোমতা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতির অভিযোগে আল আমিন সরকার নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত একটার দিকে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ তাঁকে আটক করে।
আমিন চাঁদপুরের কচুয়া উপজেলার বজুরিখোলা গ্রামের বাসিন্দা। রাতেই তাঁকে চান্দিনায় থানায় সোপর্দ করা হয়। আটকের পর তাঁর কাছ থেকে জব্দ করা হয় একটি লম্বা ছেনি ও করাত।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, রাত ১১টায় মহাসড়কের গোমতা এলাকায় চাকা ফুটো করে গাড়িতে ডাকাতি হচ্ছে বলে তাঁরা জানতে পারেন।
হাইওয়ে পুলিশের একটি দল নির্মাণাধীন সড়কের পাশে এক মাটির ঢিবির আড়ালে অবস্থান নেয়। আনুমানিক রাত ১টার দিকে একদল লোক একটি মাইক্রোবাস থামিয়ে সেটির চাকা ফুটো করে দিয়ে ডাকাতি শুরু করে। এ সময় আমিনকে আটক করে পুলিশ। অন্যরা দৌড়ে পালিয়ে যায়।
খুলনার তেরখাদা উপজেলার কুশলা গ্রামের মাইক্রোবাসচালক মো. জাহিদ জানান, ‘ঢাকা থেকে চাঁদপুরের হাজীগঞ্জে রওনা দিয়ে রাত একটার দিকে কুমিল্লার চান্দিনায় পৌঁছালে গাড়ির চাকায় শব্দ শুনতে পাই। গাড়িটি ডানে-বামে ঘুরাতে পারছিলাম না। গাড়ির সমস্যা মনে করে থামালে আমরা ডাকাতদের কবলে পড়ি। পরে টহল পুলিশের সহযোগিতায় রক্ষা পাই।’
দীর্ঘদিন ধরে চান্দিনাসহ কুমিল্লার কয়েকটি এলাকায় দুর্বৃত্তরা চলন্ত গাড়ির চাকা লক্ষ্য করে লোহার চোখা দণ্ড ছুড়ে মারছে। চোখা দণ্ড গাড়ির চাকা ফুটো করে দেয়। চালকরা দুর্ঘটনা ভেবে গাড়ি থেকে নামলে, দুর্বৃত্তরা তাদের টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র কেড়ে নেয়।