সিংড়ায় আড়াই মাস পর কবর থেকে লাশ উত্তোলন
আদালতের নির্দেশে নাটোরের সিংড়া উপজেলায় প্রায় আড়াই মাস পর কবর থেকে খলিলুর রহমান (৫৫) নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পারিবারিক বিরোধের জের ধরে গত বছরের ১৮ ডিসেম্বর সিংড়া উপজেলার কলমপুন্ডরী গ্রামের খলিলুর রহমানের সঙ্গে তাঁর ভাই আবদুল জলিলের বাড়ির জায়গা নিয়ে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন খলিল। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ ফেব্রুয়ারি মারা যান খলিল। সে সময় ময়নাতদন্ত ছাড়াই পারিবারিক সিদ্ধান্তে লাশ দাফন করা হয়। কিন্তু গত ৬ মার্চ নিহতের স্ত্রী লাইলী বেগম জলিলসহ ১১ জনের বিরুদ্ধে নাটোর আদালতে হত্যা মামলা করেন।
মামলার পর আদালতের নির্দেশে আজ শনিবার সকালে সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাহেদুল ইসলামের নেতৃত্বে কলম কেন্দ্রীয় কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।