নাটোরে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি পালন
নাটোরের সিংড়া উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের এক কর্মকর্তাকে লাঞ্ছিত করার প্রতিবাদে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারীরা। সিংড়া উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির ডাকে উপজেলার সব ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে আজ সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ধর্মঘট পালন করা হয়।
গত ৬ মে সিংড়া উপজেলার ইটালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে গিয়ে ইউসুফ আলী নামের স্থানীয় এক ব্যক্তি বিভিন্ন ধরনের ওষুধ দাবি করেন। এ সময় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা আঞ্জুয়ারা বেগম বিনা কারণে ওষুধ দিতে অপারগতা প্রকাশ করলে ইউসুফ আলী তাঁকে গালাগাল ও মারপিট করেন। এ ঘটনায় সিংড়া থানায় মামলা হলেও অভিযুক্তকে আটক না করায় আজ থেকে দুই ঘণ্টার কর্মবিরতি শুরু করা হয়।